Terms & Conditions

Clear, fair, and easy to understand—so you can shop with confidence.

সহজ, স্বচ্ছ এবং বিশ্বস্ত কেনাকাটার জন্য শর্তাবলী।

Owned by Smart Living Bangladesh
স্মার্ট লিভিং বাংলাদেশ পরিচালিত

Delivery: 1–3 Business Days
ডেলিভারি: ১–৩ কর্মদিবস

bKash • Nagad • Cards • COD
বিকাশ • নগদ • কার্ড • ক্যাশ অন ডেলিভারি

English

Welcome to Kohthai! This website is operated by Smart Living Bangladesh (registered name of kohthaibd.com). “We”, “Us” and “Our” refer to kohthaibd.com or Smart Living Bangladesh. By using kohthaibd.com you agree to these Terms & Conditions.

  • These Terms & Conditions apply to all users of this website.
  • We may update or replace any part of these Terms at any time.
  • Your continued use of the site means you accept those changes.
  • We strive to display images and details accurately; actual colors may vary slightly due to screens/lighting.
  • All bags are imported and curated by Kohthai from trusted suppliers, primarily based in China.
  • Orders are confirmed after successful payment.
  • We accept bKash, Nagad, credit/debit cards, and Cash on Delivery (Bangladesh-wide).
  • We may cancel/refuse any order at our discretion.
  • All prices are in BDT.
  • Prices and promotions may change without prior notice.
  • We aim to deliver within 1–3 business days after order confirmation.
  • Delivery time may vary by location and courier conditions.
  • Any applicable shipping fees are shown at checkout.
  • Returns accepted for defective/damaged items within 7 days of receipt.
  • Items must be unused and in original packaging.
  • See our full Return & Refund Policy for details.
  • You are responsible for keeping your login details secure.
  • All activity under your account is your responsibility.

All content (logos, images, text) is the property of Kohthai and may not be reused without permission.

Kohthai is not liable for indirect, incidental, or consequential damages arising from use of our site or products.

These Terms are governed by the laws of the People’s Republic of Bangladesh.

Questions? Email [email protected] or message us on Facebook / Instagram.

বাংলা

কোহথাই-এ স্বাগতম! এই ওয়েবসাইটটি পরিচালনা করে স্মার্ট লিভিং বাংলাদেশ (kohthaibd.com-এর রেজিস্টার্ড নাম)। “আমরা/আমাদের” বলতে kohthaibd.com বা স্মার্ট লিভিং বাংলাদেশকে বোঝায়। এই সাইট ব্যবহার করলে আপনি শর্তাবলীতে সম্মতি দিচ্ছেন।

  • এই শর্তাবলী ওয়েবসাইটের সকল ব্যবহারকারীর জন্য প্রযোজ্য।
  • আমরা যেকোনো সময় শর্তাবলীর অংশ পরিবর্তন/হালনাগাদ করতে পারি।
  • পরিবর্তনের পরও সাইট ব্যবহার করলে তা আপনার সম্মতি হিসেবে গণ্য হবে।
  • ছবি/বর্ণনা যথাসম্ভব নির্ভুল; স্ক্রিন/আলোর কারণে রঙে সামান্য পার্থক্য হতে পারে।
  • সব ব্যাগ বিশ্বস্ত সরবরাহকারীর কাছ থেকে আমদানিকৃত, প্রধানত চীন-ভিত্তিক।
  • সফল পেমেন্টের পর অর্ডার কনফার্ম হয়।
  • বিকাশ, নগদ, ক্রেডিট/ডেবিট কার্ড এবং ক্যাশ অন ডেলিভারি গ্রহণযোগ্য।
  • প্রয়োজনে কোনো অর্ডার বাতিল/প্রত্যাখ্যানের অধিকার আমাদের আছে।
  • সব মূল্য BDT-এ প্রদর্শিত।
  • মূল্য/অফার পূর্ব ঘোষণা ছাড়া পরিবর্তিত হতে পারে।
  • অর্ডার কনফার্মেশনের পর সাধারণত ১–৩ কর্মদিবসের মধ্যে ডেলিভারি।
  • লোকেশন ও কুরিয়ার পরিস্থিতির ভিত্তিতে সময় পার্থক্য হতে পারে।
  • প্রযোজ্য শিপিং ফি চেকআউটে দেখানো হবে।
  • ৭ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত/ডিফেক্টিভ পণ্য রিটার্ন গ্রহণযোগ্য।
  • পণ্যটি অব্যবহৃত ও মূল প্যাকেজিংসহ হতে হবে।
  • বিস্তারিত জানুন: রিটার্ন ও রিফান্ড নীতি
  • লগইন তথ্যের গোপনীয়তা রক্ষা আপনার দায়িত্ব।
  • আপনার একাউন্টে যেকোনো কার্যক্রমের দায়ভার আপনার।

এই সাইটের সব কনটেন্ট (লোগো, ছবি, টেক্সট) কোহথাই-এর সম্পত্তি; অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নয়।

সাইট বা পণ্য ব্যবহারের ফলে সৃষ্ট পরোক্ষ/অনুষঙ্গিক/অনুবর্তী ক্ষতির জন্য কোহথাই দায়ী নয়।

এই শর্তাবলী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আইনের অধীনে পরিচালিত।

প্রশ্ন থাকলে ইমেইল করুন: [email protected] অথবা ফেসবুক / ইনস্টাগ্রাম-এ মেসেজ দিন।

Note: English and Bangla sections carry the same meaning. For legal interpretation, both sections are aligned. Keep a single delivery promise of 1–3 business days site-wide for consistency.

Last updated: 2 October, 2025 |
সর্বশেষ হালনাগাদ: ২ অক্টোবর, ২০২৫